সিড়ি দিয়ে নিচে নামা সহজ হলেও উপরে উঠা কষ্টকর কেন?

সিড়ি দিয়ে নিচে নামার সময় অভিকর্ষজ  বলের পক্ষে কাজ করতে হয়। আবার, উপরে উঠার সময় অভিকর্ষজ বলের বিপক্ষে কাজ করতে হয়। ফলে নিচে নামার চেয়ে উঠার সময় তুলনামূলকভাবে অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। তাই সিড়ি দিয়ে নিচে নামা সহজ হলেও উপরে উঠা কঠিন।