রাসায়নিক বিক্রিয়া কাকে বলে?

রাসায়নিক বিক্রিয়া কাকে বলে?

যে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এক বা একাধিক রাসায়নিক বস্তু পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন এক বা একাধিক রাসায়নিক বস্তুতে পরিণত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। যেমন – হাইড্রোজেন (H2) ও অক্সিজেন (O2) সংযুক্ত হয়ে পানি (H2O) উৎপন্ন করে।