বৃত্তাপথে কোন বস্তু সমবেগে চলতে পারে কিনা?

বৃত্তাকার পথে কোনো বস্তু সমদ্রুতিতে ঘুরলেও এটি সমবেগ নয়। কারণ সমবেগের ক্ষেত্রে বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে। কিন্তু বৃত্তপথে ঘূণনরত বস্তু প্রতিনিয়ত এর দিক পরিবর্তন করে। তাই এর গতি বড় জোর সমদ্রুতিতে হতে পারে, কিন্তু সমবেগ নয়।