স্থিতি জড়তা এবং গতি জড়তার মধ্যকার পার্থক্য

স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতাই স্থিতি জড়তা; আবার গতিশীল বস্তুর চিরকাল একই বেগে একই দিকে গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাই গতি জড়তা। 

এক কথায়, বস্তুর স্বীয় গতীয় অবস্থা বজায় রাখার প্রবণতাই জড়তা। বস্তুর স্থিরাবস্থা বলতে শূন্য বেগ বোঝায়। নির্দিষ্ট ভরের কোনো বস্তু স্থির হোক বা গতিশীল হোক, নির্দিষ্ট দিক বরাবর তার বেগের নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন ঘটাতে একই পরিমাণ বল প্রয়োগ করতে হবে।

অর্থাৎ স্থিতি জড়তা মূলত বিশেষ গতীয় জড়তা যেখানে বস্তুর পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বেগ থাকে না।