গীবত কাকে বলে?

গীবত কাকে বলে?

  • রাসূলুল্লাহ্ (সা.) গীবতের পরিচয় দিয়ে বলেন, গীবত হলো তোমাদের ভাইয়ের এমন আচরণ বর্ণনা করা, যা সে খারাপ জানে।

  • গীবত অর্থ বিনা প্রয়োজনে কোনো ব্যক্তির দোষ অপরের নিকট উল্লেখ করা। ইবনুল আছীর বলেন, গীবত হলো কোনো মানুষের এমন কিছু বিষয় যা তার অনুপস্থিতিতে উল্লেখ করা, যা সে অপছন্দ করে, যদিও তা তার মধ্যে বিদ্যমান থাকে।