বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের প্রাকৃতিক উপাদান সম্পর্কে বলো।

কোন দেশের জলবায়ু ভূপ্রকৃতি মাটি নদনদী আয়তন অবস্থান প্রভৃতি প্রাকৃতিক ভাবে সৃষ্ট উপাদানের সমন্বয়ে গঠিত পরিবেশ প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের অধিকাংশ উপাদান ব্যবসার জন্য অনুকূল। কারণ, দেশের প্রায় সব অঞ্চল নদীবিধৌত পলি দিয়ে গঠিত। ফলে সহজে এখানে শিল্প ও ভোগ্য পণ্যের কাঁচামাল উৎপাদিত হয়। শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাসও এদেশে পর্যাপ্ত আছে। এছাড়া এখানকার খনিজ কয়লা, চুনাপাথর, কঠিন শিলা, খনিজ তেল প্রভৃতি প্রাকৃতিক উপাদান শিল্প সহায়ক।