ধারক বা ক্যাপাসিটর কাকে বলে? ক্যাপাসিটর এর কাজ কি?

ধারক বা ক্যাপাসিটর কাকে বলে?

দুইটি সুপরিবাহী পদার্থের অর্থাৎ কন্ডাক্টর এর মাঝে যদি কোনো অন্তরক অর্থাৎ ইনসুলেটর দিয়ে একটিকে অপর থেকে যখন আলাদা করে রাখা হয় তখন তাকে ধারক বা ক্যাপাসিটর বলা হয় এবং ঐ ইনসুলেটরটিকে বলা হয় ডাই ইলেকট্রিক।

মোট কথা যে ডিভাইসের মাধ্যমে কারেন্ট ফিল্টার করে সার্কিটের গুরুত্বপূর্ণ স্থানে ভোল্টেজ প্রবাহ করা হয়ে থাকে তাকে ক্যাপাসিটর বা ধারক বলে।

ধারক বা ক্যাপাসিটর এর কাজ

ইলেকট্রনিক্স ক্যাপাসিটর হলো সার্কিটে চার্জ সংরক্ষণ বা ফিল্টারিং করে থাকে। ক্যাপাসিটর কথাটির বাংলা অর্থ হলো ধারক। কারণ ক্যাপাটির কারেন্টকে কিছুক্ষণ সংরক্ষণ করে বেশি শক্তিশালী করে সার্কিট রানিং করে থাকে। এর মূল কাজ সাময়িকভাবে কারেন্ট সংরক্ষণ করা এবং ফিল্টানিং করা।