বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি এবং কী কী মৌলিক অধিকার আছে?

বর্তমানে ভারতীয় সংবিধানে ৬ প্রকার মৌলিক অধিকারের উল্লেখ আছে। মৌলিক অধিকারগুলি হলো 

১। সাম্যের অধিকার,

২। স্বাধীনতার অধিকার,

৩। শোষণের অধিকার,

৪। ধর্মীয় স্বাধীনতার অধিকার,

৫। শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার, 

৬। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার।