সংবিধানের ১৪ নং অনুচ্ছেদে ‘আইনের দৃষ্টিতে সাম্য’ এবং ‘আইন’ কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার বলতে কি বোঝানো হয়েছে?

‘আইনের দৃষ্টিতে সাম্য’ বলতে বিশেষ সুযোগসুবিধার অনুপস্থিতি এবং ‘আইন’ কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার’ বলতে আইনের সমান আচরণের কথা বলা হয়েছে। প্রথমটি নেতিবাচক আর দ্বিতীয়টি ইতিবাচক।