সংবিধানের ১৯নং ধারায় উল্লিখিত স্বাধীনতার অধিকারগুলি কয় প্রকার ও কি কি?

সংবিধানের ১৯ নং ধারায় বর্তমানে ৬ প্রকার স্বাধীনতার অধিকারের উল্লেখ আছে, যথা –

১। বাক্ ও মতামত প্রকাশের স্বাধীনতা,

২। শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার,

৩। সংঘ বা সমিতি গঠন করার অধিকার, 

৪। ভারতের সর্বত্র স্বাধীনভাবে যাতায়াত করার অধিকার,

৫। ভারতের যেকোনো স্থানে বসবাস করার অধিকার এবং

৬। যেকোনো বৃত্তি অবলম্বন করার অথবা যেকোনো উপজীবিকা বা ব্যবসাবাণিজ্য করার অধিকার।