অরবিটাল কাকে বলে?

অরবিটাল (Orbital) কাকে বলে?

নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট ত্রিমাত্রিক স্থানে কোন নির্দিষ্ট শক্তিস্তরে
ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা বেশি থাকে তাকে অরবিটাল বলে। অর্থাৎ নিউক্লিয়াসের
চতুর্দিকে ইলেকট্রনের আবর্তনের সর্বাধিক সম্ভাব্য অঞ্চলকে অরবিটাল বলে। অরবিটালকে
উপশক্তিস্তর বা উপকক্ষও বলা হয়।

বিভিন্ন অরবিটালের আকৃতি

বিভিন্ন অরবিটালের আকৃতি বিভিন্ন হয়। যেমন –

s-অরবিটাল গোলাকার অর্থাৎ ত্রিমাত্রিক।

p-অরবিটাল ডাম্বেল আকৃতির।

d ও f – অরবিটালের আকৃতি জটিল প্রকৃতির।

প্রকৃতপক্ষে, অরবিটাল হলো তরঙ্গ ফাংশন অর্থাৎ তরঙ্গ বলবিনদ্যায় গাণিতিক ফাংশন, যা
দ্বারা কোনো পরমাণুতে ইলেকট্রনের অবস্থা বর্ণনা করা যায়।


অরবিটালের আকৃতি

আরও পড়ুনঃ