হ্যাকিং কাকে বলে? হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার

হ্যাকিংঃ

কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার লাভ করার উপায়কে হ্যাকিং বলে। এর মূল উদ্দেশ্য হলো ব্যক্তির তথ্যের ক্ষতি সাধন করা কিংবা সিস্টেমের ক্ষতি করা আবার কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তা ত্রুটি জানার দেওয়া। যে সকল ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কাজের সাথে জড়িত তাদের হ্যাকিং বলে।

কাজের ভিত্তিতে হ্যাকাররা বিভিন্ন ধরনের হয়ে থাকে। যথা-

ক. হোয়াইট হ্যাট হ্যাকারঃ এ ধরনের ব্যক্তিরা সাধারণত নেটওয়ার্ক, নেটওয়ার্ক প্রটোকল ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের উপর দক্ষ হয়ে থাকে। এরা সাধারণত ডেটা বা সিস্টেমের জন্য ক্ষতিকর নয়।

খ. ব্ল্যাক হ্যাট হ্যাকারঃ এদেরকে ক্র্যাকারও বলা হয়ে থাকে। এরা নেটওয়ার্ক এবং স্ক্রিপটিং প্রোগ্রামিং ভাষার উপর গভীর জ্ঞান রাখে। এরা কোনো কোম্পানির গুরুত্বপূর্ণ ডেটা, ক্রেডিট কার্ড- এর তথ্য, ই-মেইল তথ্য ইত্যাদি চুরি করে আর্থিক ক্ষতিসাধন করে থাকে।গ. গ্রে হ্যাট হ্যাকারঃ

এরা হোয়াইট হ্যাট হ্যাকার ও ব্ল্যাক হ্যাট হ্যাকার মাঝামাঝি অবস্থান করে। এরা নেটওয়ার্কের দুর্বলতা খুঁজে বের করে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরকে জানিয়ে দেয় এবং অর্থের বিনিময়ে সে সকল দুর্বল দিকগুলোর সমাধান করে থাকে।