নগদ শস্য কাকে বলে?

কৃষকেরা বাজারে বিক্রি করে নগদ অর্থ লাভের উদ্দেশ্যে যে সকল ফসলের চাষ করে থাকে, তাদের অর্থকরী ফসল বা নগদ শস্য বলা হয়। নিজের পরিবারের ব্যবহারের জন্য কৃষক এই প্রকার ফসল উৎপাদন করে না।

যেমন : কার্পাস, পাট, ইক্ষু এই সকল ফসলকে আমরা সাধারণত নগদ শস্য বলে থাকি।