জড়তা কাকে বলে? জড়তার প্রকারভেদ, স্থিতি জড়তা ও গতি জড়তা

জড়তা কাকে বলে?

বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে।
কোনো বস্তুর জড়তা ভরের উপর নির্ভর করে। যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি।
যে বস্তুর জড়তা বেশি তাকে গতিশীল করা, বেগ বৃদ্ধি করা বা বেগ হ্রাস করা, অথবা বেগের পরিবর্তন করা তত কঠিন।

জড়তার প্রকারভেদ

জড়তা দুই প্রকার। যথা –

ক) স্থিতি জড়তা এবং
খ) গতি জড়তা।

ক) স্থিতি জড়তাঃ  যে ধর্মের জন্য স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে চায় তাকে স্থিতি জড়তা বলে। যেমন : থেমে থাকা গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে।

খ) গতি জড়তাঃ যে ধর্মের জন্য গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীল থাকতে চায় তাকে গতি জড়তা বলে। যেমন : চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে।