প্রোটোপ্লাজম কাকে বলে? প্রোটপ্লাজমের বৈশিষ্ট্য | প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়?

প্রোটোপ্লাজম কাকে বলে?

কোষ মধ্যস্থ সম্পূর্ণ সজীব অংশ প্রোটোপ্লাজম।

প্রোটোপ্লাজম হলো কোষের অর্ধতরল, জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ। প্রোটোপ্লাজমের নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয়। এটি বিভিন্ন জৈব ও অজৈব যৌগের সমন্বয়ে গঠিত। প্রোটোপ্লাজমে পানির পরিমাণ শতকরা ৬৭ – ৯০ ভাগ।

প্রোটপ্লাজমের বৈশিষ্ট্য

  • এটি অর্ধস্বচ্ছ, বর্ণহীন, জেলিসদৃশ অর্ধতরল আঠালো পদার্থ। 
  • এটি দানাদার ও কলয়েডধর্মী। 
  • এটি কোষস্থ পরিবেশ অনযায়ী জেলি থেকে তরল এবং তরল থেকে জেলিতে রূপান্তরিত হয। 
  • এটি জৈব ও অজৈব পদার্থের সমন্বয়ে গঠিত। 
  • সকল মেটাবলিক কার্যকলাপ প্রোটোপ্লাজম করে থাকে।

প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়?

পানি ছাড়া কোনো সজীবকোষ বাঁচতে পারে না। কেননা কোষের প্রোটোপ্লাজমের শতকরা ৯০ ভাগই পানি। তাই প্রোটোপ্লাজমকেই জীবনের ভৌত ভিত্তি বলা হয়।