অসংরক্ষণশীল বল কাকে বলে? অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য

অসংরক্ষণশীল বল (Non conservative Force) কাকে বলে?

কোনো কণা একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তার আদি অবস্থানে ফিরে আসলে কণাটির উপর যে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় না, সেই বলকে অসংরক্ষণশীল বল বলে।
আমরা জানি, ঘর্ষণবল সর্বদা গতির বিরোধিতা করে। একটি বস্তুকে অমসৃণ টেবিলের উপর দিয়ে টেনে নিলে, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে। আবার যদি বস্তুটিকে টেনে পূর্ব অবস্থানে নিয়ে আসা হয় তবে পুনরায় ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে। ফলে প্রথম ক্ষেত্রে সম্পন্ন কাজ ফিরে পাওয়া যায় না।

সুতরাং বস্তুকে যে কোন পথে ঘুরিয়ে পূর্ব অবস্থানে আনলে ঘর্ষণ বল কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় না।
তাই ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল।

অসংরক্ষণশীল বলের বৈশিষ্ট্য

১) অসংরক্ষণশীল বল দ্বারা সম্পাদিত কাজ ঋণাত্মক হয়।

২) এই বল দ্বারা কৃতকাজ পথের উপর নির্ভর করে।

৩) অসংরক্ষণশীল বলের ক্ষেত্রে বিভব শক্তি পাওয়া যায় না।

৪) অসংরক্ষণশীল বলে যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হয় না।

৫) অসংরক্ষণশীল বল দ্বারা কৃতকাজ শুধুমাত্র গতিপথের প্রাথমিক ও শেষ অবস্থার উপর নির্ভরশীল নয়।