সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য

সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মধ্যে পার্থক্য নিম্নরূপ –

নংসংরক্ষণশীল বলঅসংরক্ষণশীল বল
 ১একটি বলকে সংরক্ষণশীল বল বলা হয় তখন, যখন কোন কণাকে যে কোন পথ ঘুরিয়ে প্রাথমিক অবস্থানে আনলে কণাটির উপর ঐ বলা দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয়।একটি বলকে অসংরক্ষণশীল বলা হয় তখন, যখন কোন কণাকে যে কোন পথ ঘুরিয়ে প্রাথমিক অবস্থানে আনলে কণাটির উপর ঐ বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হয় না।
 ২সংরক্ষণশীল বল কর্তৃক সম্পাদিত কাজ সম্পূর্ণভাবে পুনরুত্থান করা সম্ভব।অসংরক্ষণশীল বল কর্তৃক সম্পাদিত কাজ সম্পূর্ণভারেব পুনরুদ্ধার করা সম্ভব নয়।
 ৩বস্তুর উপর সংরক্ষণশীল বল দ্বারা সম্পাদিত কাজ গতি পথের প্রাথমিক ও শেষ বিন্দুর উপর নির্ভরশীল।বস্তুর উপর অসংরক্ষণশীল বল দ্বারা সম্পাদিত কাজ শুধু গতি পথের প্রাথমিক ও শেষ বিন্দুর উপর নির্ভরশীল নয়।
 ৪সংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হয়।অসংরক্ষণশীল বলের ক্রিয়ায় যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র পালিত হয় না।