অসহ ভার কাকে বলে?

স্থিতিস্থাপক সীমা পর্যন্ত একটি বস্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক থাকে। প্রযুক্ত বল এ সীমা অতিক্রম করলে বস্তু ক্রমশ স্থিতিস্থাপক থাকবে না। অর্থাৎ বল অপসারণ করলেও কিছু বিকৃতি থেকে যাবে। প্রযু্ক্ত বল ক্রমশ বাড়াতে থাকলে এমন অবস্থা আসে, যখন বস্তুটি ভার সহ্য করতে না পেরে ছিঁড়ে বা ভেঙ্গে যাবে। সর্বাপেক্ষা কম যে ভারের বা ওজনের ক্রিয়ার ফলে কোন বস্তু ছিঁড়ে বা ভেঙ্গে যায়, তাকে ঐ বস্তুর অসহ ভার বা অসহ ওজন বা অসহ বল বলে।