পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলে?

যে সব বস্তুর উপর বাইরে থেকে যেকোন পরিমাণ বল প্রয়োগের ফলেও এদের আকার বা আকৃতির কোন পরির্তন ঘটে না তাদের পূর্ণ দৃঢ় বস্তু বলে। বস্তুর পূর্ণ দৃঢ় বস্তু পাওয়া যায় না। কাচ, ইস্পাত ইত্যাদিকে কিছু কিছু ক্ষেত্রে পূর্ণ দৃঢ় বস্তু হিসেবে ধরা যায়।