পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে?

প্রযুক্ত বল অপসারণ করলে যদি বিকৃত বস্তু সম্পূর্ণভাবে তাদের পূর্বাবস্থায় ফিরে আসে, তবে সে বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলে।
বাস্তবে কোন বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক নয়।