পটচিত্র কাকে বলে?

পটচিত্র কাকে বলে?

পট শব্দের প্রকৃত অর্থ হলো কাপড়। আর পটচিত্র হলো বাংলার মানুষের দ্বারা বস্ত্রের
বা কাপড়ের উপর আঁকা এক ধরনের লোকচিত্র। এটি প্রাচীন বাংলার একটি ঐতিহ্য। যারা
পটচিত্র আঁকেন তাদেরকে পটুয়া বলা হয়।

পটচিত্রই ছিল প্রাচীন বাংলার ঐতিহ্যের বাহক।

বাংলাদেশের পটচিত্রের মধ্যে গাজীর পট এবং পশ্চিমবঙ্গের পটচিত্রের মধ্যে কালীঘাটের
পট বেশ উল্লেখযোগ্য।

পটচিত্র কাকে বলে
পটচিত্র

পট মূলত দুই ধরনের। যথাঃ

১) জড়ানো পটঃ এ ধরনের পট ১৫ – ৩০
ফুট লম্বা এবং ২ – ৩ ফুট চওয়া হয়।

২) চৌকা পটঃ এগুলো আকারে ছোট হয়।

এছাড়াও আছে, চকসুদন পট, যমপট, সাহেবপট, সত্যপীড়েরপট, পাবুজীপট ইত্যাদি।

সাধারণভাবে পটকে ছয়ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো : বিষয়নিরপেক্ষ, রাজনৈতিক,
ঐতিহাসিক, ধর্মীয়, সামাজিক এবং পরিবেশগত।

আরও পড়ুনঃ