আণবিক পাল্লা কাকে বলে?

দুটি অণুর মধ্যে সংসক্তি বল সর্বোচ্চ যে দূরত্ব পর্যন্ত অনুভূত হয় তাকে আণবিক পাল্লা বলে। এ দূরত্বের মান প্রায় 10-10 m। একটি অণুকে কেন্দ্র করে আণবিক পাল্লার সমান ব্যাসার্ধ নিয়ে একটি গোলক কল্পনা করলে তাকে ঐ অণুর প্রভাব গোলক বা পাল্লা গোলক বলে। কেন্দ্রের কিবল গোলকের ভিতরের অণুগুলোর দ্বারা প্রভাবিত হয়। প্রভাব গোলকের বাইরের কোন অণু দ্বারা কেন্দ্রীয় অণুটি প্রভাবিত হবে না। অর্থাৎ বাইরের কোন অণু এবং কেন্দ্রীয় অণুটির মধ্যে সংসক্তি বল নেই বললেই চলে।

Author’s recommendation