তাপীয় সাম্যাবস্থা কাকে বলে?

একটি শীতল বস্তুর একটি উত্তপ্ত বস্তু সংস্পর্শে আনা হলে শীতল বস্তুটি ক্রমশ উত্তপ্ত হতে থাকে এবং উত্তপ্ত বস্তুটি ক্রমশ শীতল হতে থাকে। এক সময় দুটি বস্তুর একই তাপমাত্রায় উপনীত হয়। এ অবস্থাকে তাপীয় সাম্যাবস্থা বলা হয়।

People’s Choice