থার্মিস্টার কাকে বলে?

থার্মিস্টার অর্ধপরিবাহী পদার্থ দ্বারা তৈরী একটি ব্যবস্থা যার সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা যায়। রোধ থার্মোমিটারের মতো থার্মিস্টারের তাপমিতিক ধর্ম রোধ। তবে রোধ থার্মোমিটারের সাথে এর পার্থক্য হলো রোধ থার্মোমিটারে তাপমাত্রা বৃদ্ধির সাথে রোধ বৃদ্ধি পায়। কিন্তু থার্মিস্টারের রোধ তাপমাত্রার বৃদ্ধির সাথে হ্রাস পায়। রোধ থার্মোমিটারের তুলনায় থার্মিস্টার অনেক বেশি সুবেদী।

পরিমাপ সীমাঃ থার্মিস্টারের সাহায্যে -70°C থেকে 300°C পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়।

People’s Choice