সীবেক ক্রিয়া কাকে বলে?

দুটি ভিন্ন ধাতুর তারের দুই প্রান্তজোড়া লাগিয়ে যদি বর্তনী তৈরী করা যায় এবং তার দুটির সংযোগ স্থল দুটিতে তাপমাত্রার ব্যবধান সৃষ্টি করা যায় তাহলে ঐ বর্তনীতে তড়িৎ প্রবাহিত হবে।

১৮২১ খ্রিষ্টাব্দে সীবেক সর্বপ্রথম ঘটনাটি প্রত্যক্ষ করেন। তাই এ ঘটনাকে সীবেক ক্রিয়া বলে।

People’s Choice