লোকনিরুক্তি কাকে বলে?

লোকনিরুক্তি কাকে বলে?

কোনো অপরিচিত শব্দ যখন ধ্বনিগত সাদৃশ্য আছে এমন একটি পরিচিত শব্দের রূপ ধারণ করে,
তখন তাকে লোকনিরুক্তি বলে। যেমনঃ পোর্তুগিজ আনানস > আনারস।

অথবা, দীর্ঘ সময় ধরে ভিন্ন ভাষা
সংযোগ এবং পারিপার্শ্বিক সাংস্কৃতিক আদান-প্রদানের ফলে কোন একটি শব্দ অন্য একটি
শব্দের দ্বারা প্রতিস্থাপিত হয়, ফলে নতুন শব্দটি আমাদের কাছে পরিচিত ও জনপ্রিয়
হয়ে ওঠে, তাকেই লোকনিরুক্তি বলে। যেমনঃ আর্ম চেয়ার > আরাম চেয়ার।

উদাহরণঃ ঊর্ণবাভ > ঊর্ণনাভ, আর্ম চেয়ার > আরাম চেয়ার, আর্মারিও >
আলমারি, আনানস > আনারস, হসপিটাল >হাসপাতাল।
আরো পড়ুনঃ