বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য

বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

নং  বাষ্পায়ন স্ফুটন
 ১স্ফুটন একটি দ্রুত প্রক্রিয়া।বাষ্পায়ন একটি ধীর প্রক্রিয়া।
 ২বাষ্পায়ন তরলের উপরিতল থেকে সংঘটিত হয়।স্ফুটন তরলের সকল অংশ থেকে ঘটে।
 ৩বাষ্পায়নের সময় তরলের তাপমাত্রা হ্রাস পায়।স্ফুটনের সময় তরলের তাপমাত্রা স্থির থাকে।
 ৪সব তাপমাত্রাতেই তরল পদার্থের বাষ্পায়ন ঘটে।নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের স্ফুটন ঘটে।
 ৫বাষ্পায়নের সময় তরল পদার্থের কোন বুদবুদ সৃষ্টি হয় না।স্ফুটনকালে তরল পদার্থের মধ্যে বুদবুদ সৃষ্টি হয়।