দ্রাবক নিষ্কাশন কাকে বলে?

যে প্রক্রিয়ায় কোন দ্রাবকে একাধিক পদার্থের একটি দ্রবণ থেকে অন্য কোন উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে মিশ্রণের একটি নির্দিষ্ট পদার্থকে পৃথক করা হয় তাকে দ্রাবক নিষ্কাশন বলে।

কোন জৈব যৌগকে এর জলীয় দ্রবণ হতে কোন নির্দিষ্ট জৈব দ্রাবকে দ্রবীভূত করে আলাদা করে বিশোধন করা হয়। এ পদ্ধতিকেই দ্রাবক-নিষ্কাশন বলা হয়।