ভৌত রাশি কাকে বলে? ভৌত রাশির প্রকারভেদ

ভৌত রাশি কাকে বলে?

আমাদের চারপাশের যে সকল রাশিকে আমরা পরিমাপ করতে পারি তাদের ভৌত রাশি বলে। এই ভৌতজগতে যা কিছু পরিমাপ করা যায়, তাকে ভৌত রাশি (physical quantity) বলে। যেমনঃ তাপমাত্রা, সময়, বল, কাজ ইত্যাদি।

ভৌত শব্দটির অর্থ হলো জড়বস্তু সংক্রান্ত। আর পরিমাপ করা যায় তাই রাশি। ভৌত রাশি পদার্থবিজ্ঞানের একটি অংশ। আমরা জানি যে পদার্থ বিজ্ঞানে বিভিন্ন জড়বস্তুর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়। তাই পদার্থবিজ্ঞানে যেসব রাশি নিয়ে আলোচনা করা হয় সেগুলোকে ভৌত রাশি বলে।

বস্তু ও বস্তুর উপাদান সম্পর্কিত যেকোনো পরিমেয় ধর্মকে ভৌত রাশি বলে।

ভৌত রাশির প্রকারভেদ

ভৌত রাশি দুই প্রকার। যথাঃ

১) মৌলিক রাশি এবং
২) লব্ধ বা যৌগিক রাশি।

১) মৌলিক রাশিঃ যে রাশিগুলো পরিমাপ করতে অন্য কোনো রাশির সাহায্যের প্রয়োজন হয় না তাদেরকে মৌলিক রাশি বলে। মৌলিক রাশি মোট ৭ টি। যেমন: দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ।

২) লব্ধ বা যৌগিক রাশিঃ যে রাশি পরিমাপ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হয় তাকে যৌগিক রাশি বলে। যেমন: বল, কাজ, ওজন ইত্যাদি যৌগিক রাশি।