আয়তন কাকে বলে? মাত্রা ও একক

আয়তন কাকে বলে?

কোন বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে এর আয়তন বলে। এক V দ্বারা প্রকাশ করা হয়। 

কোনো আয়তকার বস্তুর দৈর্ঘ্য = a, প্রস্থ = b এবং উচ্চতা = h হলে, 

বস্তুর আয়তন , V = a × b × h

আয়তনের মাত্রা 

আয়তনের মাত্রা হলো L3

আয়তনের একক

আয়তনের একক হলো m3