অকটেট নিয়ম কাকে বলে?

যোজ্যতার ইলেকট্রনীয় তত্ত্বানুযায়ী পর্যায় সারণির অন্যান্য মৌলসমূহ (H, Li) ব্যতীত বহিঃস্থ ইলেকট্রনস্তর অপূর্ণ থাকে। তারা পরস্পরের মধ্যে বন্ধন গঠনের সময় এমনভাবে ইলেকট্রন আদান-প্রদান বা শেয়ার করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের সুস্থিত গঠন বিন্যাস লাভ করে, একে অকটেট নিয়ম বলে।