জোড় কলম শব্দ কাকে বলে?

একাধিক রূপের মিশ্রণের ফলেই তৈরি হয় পোর্টম্যানটু ওয়ার্ড বা জোড় কলম শব্দ। যখন একটি শব্দ বা শব্দাংশের সঙ্গে অন্য শব্দ বা শব্দাংশ জুড়ে একটি নতুন শব্দ তৈরি করা হয়, তখন তাকে জোড় কলম শব্দ বলে।

জোড় কলম শব্দের উদাহরণঃ

ধোঁয়া + কুয়াশা = ধোঁয়াশা।

মিন্নৎ + বিনতি = মিনতি।

বাংলা ভাষায় নতুন নতুন শব্দ গঠনের অনেক পদ্ধতি প্রচলিত রয়েছে। এই সকল পদ্ধতির মদ্যে সবচেয়ে মজার পদ্ধতি হলো জোড় কলম পদ্ধতি। এই পদ্ধতিতে শব্দ গঠন করার ক্ষেত্রে ভাষাতত্ত্বের কোনো নিয়ম অনুসরণ করতে হয় না। সুবিধা মতো দুটো শব্দের অংশ বিশেষকে জুড়ে দিলেই শব্দ গঠিত হয়ে যায়।