আদর্শ গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য

আদর্শ গ্যাস কাকে বলে?

যেসব গ্যাস সকল তাপমাত্রা ও চাপে PV = nRT সমীকরণটি মেনে চলে, তাদেরকে আদর্শ গ্যাস বলে।
যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ অর্থাৎ বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগেড্রোর সূত্র ইত্যাদি মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। 

বাস্তবে কোন আদর্শ গ্যাস নেই অর্থাৎ কোনো গ্যাসই যথাযথভাবে গ্যাসের সূত্রসমূহ মেনে চলে না। এটি একটি কাল্পনিক ধারণা মাত্র।

আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য

১) স্থির তাপমাত্রায় চাপ ও আয়তন এর গুণফল একটি ধ্রুবক।

২) চাপ অপরিবর্তিত রেখে গ্যাসের তাপমাত্রা 0°C হতে 273°C কমালে গ্যাসের আয়তন শূন্য হবে।

৩) গ্যাসটি যদি বাহ্যিক কাজ না করে প্রসারিত হয় তখন কোনো তাপীয় পরিবর্তন হয় না।

৪) স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তনের পরিবর্তন হলেও অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না।