তড়িৎ আবেশ কাকে বলে?

চার্জিত বস্তুর উপস্থিতিতে অচার্জিত পরিবাহী ক্ষণস্থায়ীভাবে চার্জিত হওয়াক তড়িৎ আবেশ বলে।

দুইটি বস্তুর পারস্পরিক ঘর্ষণের ফলে আধানের উদ্ভব হয়। আবার আহিত বস্তুকে অনাহিত বস্তুর সংস্পর্শে আনলে অনাহিত বস্তুটি আহিত হয়। কিন্তু অনাহিত বস্তুকে আহিত বস্তুর সংস্পর্শে না এনে শুধু কাছাকাছি নিয়ে এলেও এটি আহিত হয়। তড়িৎ আবেশের জন্য এরকম হয়। একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলে।

কোনো চার্জিত বস্তুকে আমরা একটি অচার্জিত পরিবাহীর নিকট আনলে দেখা যায় যে, অচার্জিত পরিবাহীটি চার্জিত বস্তুর প্রভাবে সাময়িকভাবে চার্জিত হয়। চার্জিত বস্তুটিকে সরিয়ে নিলে অচার্জিত পরিবাহীটি আবার চার্জশূন্য হয়ে পড়ে। এভাবে একটি অচার্জিত পরিবাহীকে ক্ষণস্থায়ীভাবে চার্জিত করার পদ্ধতিকে বৈদ্যুতিক আবেশ বলে।

যে চার্জের প্রভাবে আবেশ সৃষ্টি হয় তাকে আবেশী চার্জ (Inducing charge), আবেশ প্রক্রিয়ায় প্রভাবিত বস্তুকে আবিষ্ট বস্তু (Induced body) এবং প্রভাবিত বস্তুতে যে চার্জের উৎপত্তি হয় তাকে আবিষ্ট চার্জ (Induced charge) বলা হয়।