বাষ্পপাতন পদ্ধতিতে নমুনা নির্দিষ্ট তাপমাত্রায় পূর্বেই ফুটতে থাকে কেন?

বাষ্পপাতন পদ্ধতিতে পানিতে অদ্রবণীয় জৈব নমুনাকে বাষ্প প্রবাহে বাষ্পীভূত করে অনুদ্বায়ী অপদ্রব্যের মিশ্রণ হতে পাতন করে পৃথক করা হয়। বাষ্প পাতন পদ্ধতিতে উচ্চ স্থির স্ফুটনাঙ্ক বিশিষ্ট যৌগ ব্যবহৃত হয় (যেমন: বেনজিন, ফেনল) যা কম তাপমাত্রায় পাতিত হয়। পরস্পর মিশে না এমন দুটি তরল (যেমন: পানি ও বেনজিন) এমনভাবে উত্তপ্ত করা হয় যেন মিশ্র তরলের আংশিক চাপের যোগফল বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। ফলে মিশ্রণ তাদের উপাদানের স্ফুটনাঙ্ক অপেক্ষা কম তাপমাত্রায় ফোটে।