উৎপাদন ব্যয় কাকে বলে?

উৎপাদন ব্যয় কাকে বলে?

কোন একটি নির্দিষ্ট সময়ে সাধারণত কোন দ্রব্য বা সেবা উৎপাদনের জন্য উৎপাদনকারী উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য যে ব্যয় করে তাকে উৎপাদন ব্যয় (Cost of Production) বলে।

উদ্যাক্তাকে উৎপাদনের জন্য বিভিন্ন প্রকার উপকরণ নিয়োগ করতে হয়। আর এ উপকরণের মূল্য বাবদ মূল্য পরিশোধ করতে হয়। যেমন – ভূমি ব্যবহারের জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, সংগঠনের জন্য মুনাফা এবং কাঁচামাল ক্রয়, পরিবহন খরচ, কারখানা ভাড়া ইত্যাদির জন্য অর্থ ব্যয় করতে হয়। এই সকল অর্থ ব্যয়ের সমষ্টিই হলো উৎপাদন ব্যয়।

উৎপাদনের প্রকারভেদ

উৎপাদন ব্যয়কে দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ

১) স্বল্পকালীন উৎপাদন ব্যয় ও

২) দীর্ঘকালীন উৎপাদন ব্যয়।

স্বল্পকালীন উৎপাদন ব্যয়কে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথাঃ

১) স্থির উপকরণের জন্য স্থির ব্যয় এবং 

২) পরিবর্তনশীল উপকরণের জন্য পরিবর্তনশীল ব্যয়।