রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে?

ফাইলগুলোকে শুধুমাত্র রেকর্ডের তালিকায় সারি ও কলাম বিশিষ্ট টেবিল বিবেচনা করা হয়। এ ধরনের ডেটাবেজকে রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে। রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো সম্পর্কযুক্ত ডেটাবেজ। এ ধরনের ডেটাবেজে উপাত্তসমূহকে বিভিন্ন সারিতে সংগঠিত করা হয়। সর্বপ্রথম ১৯৭০ সালে এডগার ফ্রাঙ্ক কড (Edgar Frank Codd) রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম প্রবর্তন করেন।