গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্যগুলো লিখ।

গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলো নিম্নরূপ-

১. গ্যাস অসংখ্য কণা সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে অণু বলা হয়। একটি গ্যাসের সমস্ত অণুগুলো ধর্মে ও ওজনে একই।

২. কণাগুলো ইতস্তঃত প্রচণ্ড বেগে সরলরেখায় যে কোনো দিকে ছুটাছুটি করে। এর ফলে তারা যেমন নিজেদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে তেমনি পাত্রের দেয়াল সংঘর্ষ সৃষ্টি করে। পাত্রের দেয়ালে সংঘর্ষ বা ধাক্কার ফলে চাপের সৃষ্টি হয়।

৩. অণুগুলোর আকার পাত্রের তুলনায় এতই নগণ্য যে তাদের বিন্দুভর ধরা হয়।

৪. অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই অর্থাৎ নিজেদের মধ্যে সংঘর্ষ ও পাত্রের দেওয়ালের মধ্যে সংঘর্ষ স্থিতিস্থাপক।

৫. গ্যাস অণুগুলো গড় গতিশক্তি পরম তাপমাত্রার সমানুপাতিক।