মুনাফিক কাকে বলে?

মুনাফিক হলেন তারা, যাদের অন্তরের অবস্থা গোপন থাকে। ইসলামি শরিয়তের পরিভাষায়, অন্তরে কুফর ও অবাধ্যতা গোপন করে মুখে ইসলাম স্বীকার করার নাম হলো নিফাক। যে এরূপ কাজ করে তাকে বলা হয় মুনাফিক। হাদিসের ভাষ্য অনুযায়ী মুনাফিক চেনার উপায় ৩টি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওয়াদা করে তা ভঙ্গ করে, আর যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয়, তার খিয়ানত করে।