কপার লঘু সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া করে না কিন্তু গাঢ় সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া করে কেন?

জারণ ধর্ম বিশিষ্ট এসিড অর্থাৎ যে সকল এসিডের জারণ ধর্ম রয়েছে কপার তাদের সাথে বিক্রিয়া করে। জারণ ধর্মবিশিষ্ট এসিড জারণ ক্রিয়ায় জায়মান অক্সিজেন উৎপন্ন করে, যার সাথে কপার বিক্রিয়া করে কপার অক্সাইড উৎপন্ন করে। লঘু সালফিউরিক এসিডের জারণ ধর্ম নেই। তাই কপার লঘু সালফিউরিক এসিডের সাথে বিক্রিয়া করে না।

অপরপক্ষে গাঢ় সালফিউরিক এসিডের জারণ ধর্ম থাকায় এর সাথে কপার বিক্রিয়া করে। এক্ষেত্রে গাঢ় সালফিউরিক এসিড বিযোজিত হয়ে জায়মান অক্সিজেন উৎপন্ন করে। উৎপন্ন জায়মান অক্সিজেন অক্সিজেনের সাথে কপার বিক্রিয়া করে কপার অক্সাইড উৎপন্ন করে। অতঃপর কপার অক্সাইড ও সালফিউরিক এসিডের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন হয়।

Cu + H2SO4(aq) → বিক্রিয়া হয় না।

Cu + H2SO4 (conc) → CuSO4 + SO2 + H2O

বিক্রিয়া কৌশলঃ

H2SO4(conc) → SO2 + H2O + [O]

Cu + [O] → CuO

CuO + H2SO4 → CuSO4 + H2O

সামগ্রিক বিক্রিয়াটি দাঁড়ায় –

Cu + 2H2SO4 → CuSO4 + 2H2O +SO2