পৌরনীতি কাকে বলে?

পৌরনীতি হলো জ্ঞানে সেই মূল্যবান শাখা যা মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সেবায় সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে।

আধুনিক জাতি রাষ্ট্র ও রাষ্ট্রের সদস্য হিসেবে নাগরিকদের আচার- আচরণ,রীতি-নীতি,অধিকার কর্তব্য ও কার্যাবলি এবং তাদের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ধারাবাহিক পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবনের শিক্ষা দান করে তাই হলো পৌরনীতি বা Civics।