গ্লাস সামগ্রীকে জারণ শিখায় তাপ প্রদানের সুবিধা কী?

যেহেতু বার্নারের শিখায় দু’ধরনের অঞ্চল থাকে। যথাঃ জারণ শিখার অঞ্চল এবং বিজারণ শিখার অঞ্চল। জারণ শিখার অঞ্চলে অক্সিজেন প্রাপ্যতা বেশি থাকে, পাশাপাশি গ্যাস এর অধিকাংশই (জ্বালানি গ্যাস) থাকে অদাহ্য অবস্থায়। তাই, জারণ অঞ্চলে গ্লাস সামগ্রীকে তাপ প্রদানে তাপ শক্তি শোষিত হয় বেশি এবং গ্লাস সামগ্রীতে কোন কার্বন কালি পড়ে না।