ল্যাবরেটরিতে ব্যবহৃত এসিডের সংরক্ষণ কীভাবে করা হয়?

ল্যাবরেটরিতে ব্যবহৃত এসিডের সংরক্ষণ প্রণালীঃ

এসিডঃ ক্রোমিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড, নাইট্রিক এসিড, হাইড্রোফ্লোরিক এসিড, ফসফরিক এসিড, সালফিউরিক এসিড, এসিটিক এসিড।

১) নিচের শেলফে অথবা এসিড ক্যাবিনেট সংরক্ষণ।

২) জৈব এসিড এবং দাহ্য বস্তু থেকে জারক এসিডসমূহকে আলাদা রাখতে হবে।

৩) ক্ষার এবং সক্রিয় ধাতু (Na, K) থেকে এসিডকে পৃথক স্থানে সংরক্ষণ।

৪) বিষাক্ত গ্যাস উৎপাদনকারী রাসায়নিক পদার্থ (যেমন: সোডিয়াম সায়ানাইড, আয়রন সালফাইড) থেকে এসিডসমূহকে অন্যত্র সংরক্ষণ।