সদ প্রতিবিম্ব ও অসদ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য

সদ প্রতিবিম্ব ও অসদ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

নংসদ প্রতিবিম্বঅসদ প্রতিবিম্ব
 ১কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে  মিলিত হয়ে সদ প্রতিবিম্ব গঠিত হয়।কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হলে দ্বিতীয় বিন্দুতে অসদ প্রতিবিম্ব গঠিত হয়।
 ২সদ প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত আলোক রশ্মিগুচ্ছের প্রকৃত মিলন হয়।অসদ প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত আলৈাক রশ্মিগুচ্ছের প্রকৃত মিলন হয় না।
 ৩চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায় এবং স্পর্শ করা যায়।চোখে দেখা যায়, কিন্তু পর্দায় ফেলা বা স্পর্শ করা যায় না।
 ৪অবতল দর্পণ ও উত্তল লেন্স দ্বারা সদ প্রতিবিম্ব উৎপন্ন হয়।সব রকম দর্পণ ও লেন্স দ্বারা অসদ প্রতিবিম্ব উৎপন্ন হয়।