গোলীয় দর্পণ কাকে বলে?

একটি গোলক আকার বস্তুর পৃষ্ঠ যদি যথেষ্ট মসৃণ হয় তা হলে ঐ পৃষ্ঠে আপতিত আলোক রশ্মির নিয়মিত প্রতিফলন ঘটে। গোলক পৃষ্ঠ প্রতিফলক বা দর্পণ হিসাবে ব্যবহৃত হয়। তাই, যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ গোলকের পৃষ্ঠ বা গোলক পৃষ্ঠের অংশ বিশেষ তাকে গোলকীয় বা গোলীয় দর্পণ(Spherical Mirror) বলে।