উদ্ভিদে সমন্বয় কাকে বলে?

জীবদেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের পারস্পরিক সহযোগিতামূলক কাজের মাধ্যমে দেহের সকল কর্মকান্ড সুষ্ঠুভাবে রয়েছে। একে উদ্ভিদে সমন্বয় বলা হয়। একটি উদ্ভিদের জীবনকালে সময়ের সাথে সামঞ্জস্য রেখে জীবন চক্রের পর্যায়গুলো যেমন – অঙ্কুরোদগম, বৃদ্ধি ও বিকাশ, পুষ্পায়ন, ফল সৃষ্টি, বার্ধক্যপ্রাপ্তি, সুপ্তাবস্থা, চলন ইত্যাদি একটি নিয়মে আবর্তিত হয়। পর্যায়গুলোতে আবহাওয়া ও জলবায়ুজনিত প্রভাবকগুলোর প্রভাব লক্ষ করা যায়। 

প্রকৃতপক্ষে উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ স্বতন্ত্র, জটিল ও চলমান হলেও অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়ম মেনে চলে। এদের একটি কাজ অপর কোন কাজকে বাঁধা প্রদান করে না।