কারেন্ট কাকে বলে? প্রকারভেদ, এসি ও ডিসি কারেন্ট

কারেন্ট কাকে বলে?

পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রন বা তড়িৎ আধান সমূহের প্রবাহিত হওয়াকে কারেন্ট বলা হয়।

অন্যভাবে, পরিবাহীর ভেতর দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। 

ইহাকে I দ্বারা প্রকাশ করা হয়, এর একক অ্যাম্পিয়ার (A)।

কারেন্ট এর প্রকারভেদ

কারেন্ট দুই প্রকার। যথাঃ

১) এসি কারেন্ট এবং

২) ডিসি কারেন্ট।

এসি কারেন্ট কাকে বলে?

যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় নির্দিষ্ট নিয়ম মতো দিক পরিবর্তন করে এবং যার মান প্রতি মুহূর্তে পরিবর্তনশীল থাকে, তাকে এসি কারেন্ট (AC Current) বা অল্টারনেটিং কারেন্ট বলে।

ডিসি কারেন্ট কাকে বলে?

যে কারেন্ট সব সময় একই দিকে প্রবাহিত হয় এবং যার মান নির্দিষ্ট থাকে, তাকে ডিসি কারেন্ট (DC Current) বা ডাইরেক্ট কারন্টে বলে। যেমন: ব্যাটারির কারেন্ট।