উপন্যাস কাকে বলে? উপন্যাসের বৈশিষ্ট্য

উপন্যাস কাকে বলে?

উপন্যাস বলতে বোঝায় বাস্তব জীবনের অভিজ্ঞার ভিত্তিতে একটি জীবন সম্পর্কে সামগ্রিক আখ্যানকে। আবার বলা যায়, যে আখ্যান ধর্মী সাহিত্য মানুষের অভিজ্ঞতা লব্ধ সামগ্রিক জীবন কাহিনী, চরিত্র, মানব, জীবনের ঘাত-প্রতিঘাত মনস্তাত্বিক বিশ্লেষণে সমৃদ্ধ হয়ে ও লেখকের জীবনাদর্শ ও জীবনের বোধ, দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয় তাকে উপন্যাস বলে।

উপন্যাসের বৈশিষ্ট্য

  • আধুনিক বাংলা সাহিত্যের অন্য সকল সাহিত্য শাখার মতো উপন্যাসের নির্দিষ্ট কোনো শিল্পরূপ নেই।
  • উপন্যাস আধুনিক জীবনের গদ্যকাব্য যা বাস্তব জীবনের প্রতিফলন।
  • উপন্যাসের মধ্য দিয়ে জীবন সম্পর্কে লেখকের একটা নিজস্ব ব্যাখ্যা প্রকাশিত হয়।
  • উপন্যাস সাহিত্য সরকার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো একটি বিশিষ্ট জীবন দর্শনের প্রকাশ ঘটানো হয়।
  • উপন্যাসের সমকালের জীবন দর্শন প্রকাশিত হয়।
  • উপন্যাসের সমকাল জীবন দর্শনের সঙ্গে সামরিক জীবন দর্শণ ও প্রকাশিত হয়।
  • মানুষের জীবনের গল্প শোনার আগ্রহ থেকে উপন্যাসের সৃষ্টি হয়েছে, উপন্যাসে গল্পের আবহ থাকে।
  • উপন্যাসে সাধারণত কোনো তত্ত্ব বা আদর্শ প্রচারিত হয় না যদিও কখনো উপন্যাসে কোন তত্ত্ব বা আদর্শ প্রচারিত হয় তবে উপন্যাসের নিজস্ব শিল্পগুণ নষ্ট হয়।