উদ্যোক্তা কখন আত্মতৃপ্ত হন?

উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজে সফল হলে আত্মতৃপ্ত হন। উদ্যোক্তা চ্যালেঞ্জমূলক কাজ করতে বিশেষ আনন্দ পান। ব্যবসায়িক লক্ষ্য অর্জনে তিনি নিরলস শ্রম দেন। তিনি ব্যক্তিগত ভোগ-বিলাস পরিহার করে তার সফলতার জন্য কাজ করেন। নির্দিষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তিনি কাজে নিয়োজিত থাকেন। সর্বোপরি উদ্যোক্তা তার কাজের সফলতায় আত্মতৃপ্ত হন।