তড়িৎবীক্ষণ যন্ত্র কাকে বলে?

কোন বস্তুতে চার্জের উপস্থিতি বা অস্তিত্ব আছে কিনা, থাকলে চার্জের প্রকৃতি এবং পরিমাণ জানার জন্য, পদার্থের তড়িৎ পরিবাহিতা তুলনা করার জন্য এক ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। এ যন্ত্রকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলা হয়। শোলাবল এবং স্বর্ণপাত এ দু’ধরনের তড়িৎবীক্ষণ যন্ত্র রয়েছে। তবে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে অতি সূক্ষ্মভাবে চার্জের অস্থিত্বি ও প্রকৃতি নির্ণয় করা যায়।